গতকাল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী।
এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের একাংশ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।গত কাল এবারের এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল গত প্রকাশ করা হয়েছে। এসএসসি-সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪।গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়। সেখানেই তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।পূর্বঘোষণা অনুযায়ী,বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফলাফল প্রকাশ করা হয়।একইসাথে অনলাইনেও ফলাফল প্রকাশিত হয়েছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যায়।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।এগারটি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালে বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল।এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এত ভালো ফলাফলের ভিড়ে অনেকে নিজেদের ফলাফল নিয়ে হতাশ। এমনকি অনেক অভিভাবকেরা তাদের সন্তানদের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগে দেখা যেত ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে। তবে ইদানিংকালে এর ধরনটা পরিবর্তন হয়েছে, ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্খিত জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করছে। যেটা কোনভাবেই দেশ জাতি ও সমাজের জন্য কাম্য নয়। মনে রাখতে হবে জীবন দিয়ে কেউ কোনদিন কোন ফলাফলেরপরিবর্তন করতে পারে না। তবে অনেক আগেই থেকেই এসব হতাশাগ্রস্ত এবং অনাকাঙ্ক্ষিত ফলাফল যাচাই করার জন্য শিক্ষাবোর্ড থেকে সময় দেয়া হয়।এবারও তার ব্যতিক্রম হয়নি।
ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবে।সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন গ্রহণ চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফল পুনর্নিরীক্ষণে প্রতিপত্রের জন্য ১২৫ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। শুধু টেলিটক প্রিপেইড ফোন থেকে RSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আরও একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। এতে সম্মত থাকলে RSC লিখে একটি স্পেস দিয়ে YES লিখে আরও একটি স্পেস দিয়ে পিন নম্বর লিখতে হবে। এরপর আরও স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে (যে কোনো মোবাইল অপারেটর) ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
Oh
ردحذف