🔐 Privacy Policy | গোপনীয়তা নীতিমালা
১.১ স্বাধীনভাবে মত প্রকাশ-
রুপমের ব্লগের যাত্রা শুরু হলো।এটি মতামত, বির্তক, সৃজনশীলতা বিনিময় করার একটি প্লাটফর্ম।আমি সব মত ও পথের চিন্তাধারা ধারন করতে চাই।সব মত স্বাধীন ভাবে প্রকাশ করব যদি তা রাষ্টীয় আইন বা অন্যের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন না করে।
আপনার গোপনীয়তা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আপনি যেভাবে তথ্য দিয়ে থাকেন বা ব্যবহার করেন, আমি সেটার গোপনীয়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।
---
📌 তথ্য সংগ্রহ ও ব্যবহার
আমি সাধারণত কোনো ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না, তবে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন (যেমনঃ Contact Form-এর মাধ্যমে), সেক্ষেত্রে আপনার নাম, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য আমার হাতে আসতে পারে। আমি এই তথ্য শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করি।
---
💬 কুকিজ (Cookies)
আমার ব্লগে Google ও অন্যান্য থার্ড-পার্টি বিজ্ঞাপন প্রদানকারীরা কুকিজ ব্যবহার করতে পারে। এগুলোর মাধ্যমে তারা আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে।
Google-এর DoubleClick DART কুকি ব্যবহার করে ব্যবহারকারীর আগের ভিজিট অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারে। আপনি চাইলে Google-এর বিজ্ঞাপন নীতিমালা থেকে কুকি নিষ্ক্রিয় করতে পারেন।
---
🔗 বাইরের লিংক
আমার ব্লগে বিভিন্ন সময় বাইরের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে এমন লিংক দেওয়া হতে পারে। এই লিংকগুলোতে ক্লিক করে অন্য সাইটে গেলে সেই সাইটের গোপনীয়তা নীতিমালা অনুসরণ করতে হবে। আমি সেই সাইটের গোপনীয়তার জন্য দায়ী নই।
---
🛡️ তথ্য নিরাপত্তা
আপনার প্রদান করা তথ্য আমি নিরাপদভাবে সংরক্ষণ করি এবং তা কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করি না।
---
🔄 নীতিমালার পরিবর্তন
আমি যেকোনো সময় এই নীতিমালায় পরিবর্তন আনতে পারি। নতুন আপডেট এই পেইজে প্রকাশ করা হবে, তাই সময় সময় দেখে নেওয়া ভালো।
---
📞 যোগাযোগ করুন
গোপনীয়তা সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা মতামতের জন্য আমার সাথে যোগাযোগ করুন: 📧 ইমেইল: ikrupam.nil@gmail.com
অথবা
ikrupam@gmail.com
মোবাইলঃ 01738586304