আমার সম্পর্কে

 রুপমের ব্লগ কেন?

ছোট্ট বেলা থেকেই বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করতাম।তখন কোথাও কোন লেখা প্রকাশ করা হয়নি।তবে ভবিষ্যৎতে কোথাও প্রকাশ করার জন্য লেখাগুলো যত্ন করে খাতায় লিখে রাখা হতো।হঠাৎ খাতাটা পুড়ে যায়।এরপর আর লিখা হয়নি।এরপর ২০০৬ সালে প্রথম পত্রিকায় লেখা প্রকাশ হয়।সেই থেকে মাসিক "বিশ্ব বার্তা" দৈনিক "আজ ও আগামিকাল"সাপ্তাহিক "জনতার নিঃশ্বাস"দৈনিক বাংলার দূত" ইত্যাদি পত্রিকায়  ২০১০ সাল পর্যন্ত লিখেছি।লিখাগুলো সংরক্ষণ করার জন্য পেপার কাটিং করে রাখা হয়েছিল।সেগুলোও একসময় হাতছাড়া হয়ে যায়।সেই থেকে আর পত্রিকায় লিখা হয় না।এর আগে ২০০৮সালে কলেজের প্রথম দেয়াল পত্রিকা প্রকাশ উপলক্ষে কয়েকটি লিখা জমা দেই কিন্তু সে সময় একজনের একাধিক লিখা প্রকাশের নীতিমালা ছিলো না।আবার প্রথম প্রকাশ বিধায় লেখক সংকট তো ছিলই,তাই আমার একাধিক লিখা আমার বন্ধু-বান্ধবিদের নামে প্রকাশিত হয়।এরপর ফেসবুক আসলো..তখন থেকেই নিয়মিত লিখতাম।একসময় দেখা গেলো,অনেকেই লেখাগুলো কপি করে নিজের নামে চালিয়ে দেয়।সেই থেকে ফেসবুকে আর তেমন লেখা-লেখি করা হয় না।এ কারনে কয়েকটি ব্লগে নিয়মিত লেখা-লেখি করা হতো।কিন্তু সেখানেও কপি হতে থাকে।সেই সময়ে প্রয়োজনে ব্লগটি খোলা।যদিও ২০১৪ সালে ব্লগটা খোলা হয়,কিন্তু লেখা-লেখি শুরু হয় ২০১৬ সাল থেকে।এর আগে একের পর এক ব্লগার হত্যার সময় লিখা বন্ধ ছিলো।কিন্তু ব্লগার নিলয় নীল হত্যার পরেই বিভিন্ন ব্লগ থেকে নিজের লেখাগুলো মুছে দেই।


আমি সাধারন না,একজন অতিসাধারন ছেলে৷নিজের সম্পর্কে তেমন কিছু বলার মত নেই,আবার  অনেক কিছুই আছে!

(পারিবারিক পরিচয়)

দুই ভাই দুই বোনের মধ্যে আমি দুই নম্বর৷২০০৫সাল থেকে ব্যবসা করে সংসার চালাচ্ছি পাশাপাশি লেখাপড়াটা টুকটাক চালিয়ে আসছি৷২০০৮ সালে আমার এক মাএ ভরসা,বাবা ৬ষ্ঠ সেপ্টম্বর ৫শে রমজান মারা জান৷তারপর ৪বছর বাড়ী থেকে বের হয়ে আসি৷আবার ২০১২সালে বাড়ী ফিরে আসি৷১৩তে আবার পরিবার বিমূখ হয়ে যাই।আমার কোন অহংকার নেই৷আমি একটি কথাই জানী এবং মানি"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"এর মানে সবার আগে মানুষ তারপর যা কিছু আছে৷সবাই লেখাপড়ার পাশাপাশি কিছু করে আর আমি ব্যবসার পাশাপাশি লেখাপড়া করি ৷আমি আমার আব্বার আদর্শের মানুষ ৷কোন কিছুই আমাকে আমার আদর্শ থেকে পিছু হটাতে পারে নি আর পারবেও না কখন৷আর আমি ন্যায়ের দল করি৷ন্যায়ের পক্ষে যত ক্ষতি হোকনা কেন সবসময় আছি আর থাকব৷আর পৃথীবির সকল অন্যায়ের বিরূদ্ধে আছি এবং আজীবন থাকব৷

(শিক্ষা )

ছাত্র হিসেবে ভালো না । তারপর ও মাস্টার্সটা শেষ করছি । 

(সামাজিক)

সামাজিক ভাবে তেমন প্রভাব প্রতিপত্তি নেই।তবে প্রয়োজনে প্রভাব বিস্তার করতে পারি।ন্যায় পরায়ন মানুষের কাছে বেশ সম্মান আছে।সবসময় ইচ্ছা আছে মানুষের জন্য,সমাজের জন্য, পৃথিবীর জন্য কিছু করা ।

(রাজনৈতিক)

ছোটবেলা থেকেই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আ'লীগ(মূলধারার আ'লীগ) সমর্থন করতাম।বর্তমানে তাদের কিছু কিছু কর্মকান্ডের ফলে রাজনীতি থেকে নীরবে নিজেকে সরিয়ে নিয়েছি।রাজনৈতিক দল হিসেবে জামাত কে মনে প্রাণে ঘৃণা করি।এর থেকে বিএনপি অনেক অনেক গুন ভালো।

(অনলাইন) 

নিজের সম্পর্কে কোন কিছু প্রচার করতে ভালো লাগে না । অনলাইনে মূলতো নিজের ধ্যান ধারনা , মনোভাব , ইচ্ছা , ন্যায়,অন্যায়, উচিত,অনুচিত ইত্যাদি প্রকাশ করা হয়।অনলাইনে বিতর্ক করতে ভালো লাগে তবে শালীন ভাবে।কয়েক টি ব্লগে নিজের মনোভাব প্রকাশ করা হয়।সবার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করা হয়!কারন আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিতে রীতিমতো পরীক্ষা দিতে হয়।তার পর ও যদি কোন অপরিচিত নামে রিকুয়েষ্ট আসে তাহলে ১৫ দিন ঝুলে থাকতে হয়। 

(প্রিয় ব্যাক্তিত্য)

আমার বাবা ,রাসূল (সাঃ),শেখ মুজিব,মাহথির মোহাম্মদ,মাহত্না গান্ধী,নেলসন মেন্ডেলা,

(বন্ধু মহলে)

বন্ধু মহলে একটু বোকা ধরনের।সবাইকে শুধু ভালো ভালো উপদেষ দেই।এ কারনে অনেকে সহ্য করতে পারে না।সব আবস্থাতে খারাব কাজের বিরোধিতা করি।সব কিছুতেই ন্যায়,আবেগ,দার্শনিক,মানবিক দিক তুলে ধরাতে সাহিত্যিক হিসেবে নাম ডাক আছে।বন্ধু মহলে প্রচন্ড রাগী হিসেবে খুব পরিচয় আছে।

 ভালোলাগে গান শুনতে, একা থাকতে,বই পড়তে,গল্প-কবিতা লিখতে,কাদতে !

(দোষ গুন)

দোষে গুনে তো মানুষ।আমার যে কোন দোষ নেই তা নয়।আমার প্রচুর রাগ আছে তবে তা তারাতারি আবার সামলে নিতে পারি।যার সাথে ভালো সম্পর্ক তার সাথে বিচ্ছেদ হতে কোন ভাবেই চাইনা,নিজে যেটা ভালো মনে করি তাই করি,আমায় যারা অবিস্বাশ করে তাদের সাথে কথা বলতে মন চায় না,কার ও বিপদ দেখলে নিজে থেকে সাহায্য করতে এগিয়ে যাই,মতের অমিল হলে খুব বেশী তর্কে যাই না,বুঝানোর চেষ্টা করি,তবে ভাষা,স্বাধীনতা আন্দোলন প্রভূতি বিষয়ে আপোস করি না।কথা বলার বা ভাব প্রকাশের সময় শুধুই বাংলা ভাষা ব্যবহার করি,কোন ক্রমেই ইংলিশ বা অন্য ভাষা ব্যবহার করতে চাই না।

অনেক সময় ধরে আমার প্রফাইল দেখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)