ভূয়া

দেশটা যে আমাদের ভাই
লিখতে এখন হলো তাই।
দেশটা এখন ভূয়া বিতর্কে-বিতর্কিত
সবখানে ভূয়ার তো কারবার
ভূয়া পুলিশ,ভূয়া র্যাব
দেশটা এখন অ-নিরাপদ
ভূয়া ডাক্তার,ভূয়া কোচ
দেশে এখন অনেক দূর্যক
ভূয়া সাংবাদিক,ভূয়া নাগরিক
দেশটা এখন অনেক মেধাহীন।
ভূয়া ব্যবসায়ী,ভূয়া কারখানা
দেশ এখন সন্ত্রাসীদের আখড়া
ও আমার খোদা....
এদের হাত থেকে আমাদের বাচাঁ
ভূয়া সংগঠন।ভূয়া দল
এদের এখানে কি দরকার?
ভূয়া যোদ্ধা,ভূয়া ভোট
দেশ এখন অরাজক।
বিশৃঙ্খলায় ভরছে দেশ
সূখে নেই তো কোন লোক
ভূয়া ছাত্র,ভূয়া শিক্ষক
সবাই এখন পথ ভ্রষ্ট
দূরন্ত পথিক,ছুটছে সবাই নিজের তরে
নিচ্ছে কিনে সনদ জাল।
প্রশ্ন ফাঁসের ফাদে পরে
অর্থ সময় করছে ক্ষয়
কাজের কথা কিছু নাই
অ-কাজের সব ফোঁটে খই
এদের দ্বারা কি করা হয়?
সে তো কারও অ-জানা নয়।
তবু আমার কেন মুখ বুঝে আছি হায়?
প্রতিবাদ করার ভাষা নাই
আমরা যে সবাই তাই।

2 تعليقات

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

  1. হুম,বুঝলুম।সম সাময়িক সময়ে দারুন একটা প্রতিবাদী কবিতা।ধন্যবাদ কবি।

    ردحذف
إرسال تعليق
أحدث أقدم