আজ শহীদ নূর হোসেন দিবস৷১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর জির পয়েন্ট এলাকায়(বর্তমানে শহীদ নূর হোসেন স্কয়ার)পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন৷নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা বাবুল ও কিশোরগন্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো সেদিন শহীদ হন৷১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে"গণতন্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক "স্লোগান লিখে
বিক্ষোভ করেন নূর হোসেন৷এর পর পুলিশ তাকে গুলি করে৷নূর হোসেনের এ আত্নদান স্বৈরাচারবিরধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে৷১৯৯০ সালের ৬ ডিসেম্বরর স্বৈরশাসক এশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷এর পর থেকে প্রতিবছর দিনটি শহীদ নূর হোসেন দিবস বা গণতন্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক দল৷
হুম
ردحذف