জীবন বিনিময়


খাচার ভিতর বন্দি পাখি
শুধু ছটফটায়
খাচা ভেঙ্গে পাখি যেন
বেড়িয়ে আসতে চায়
খাচার ভিতর মন বুঝি
তার আর না সয়
স্বাধীন ভাবে উরতে সে যে চায়
চার দেয়ালে বন্দি থাকতে
আর না চায় ।
বেরিয়ে আসতে ফন্দি করে
তবুও আটকায়
হঠাত্ করে একদিন সে
উরাল দেয় আকাশে
কিছুক্ষন পরে সে
মুখ থুবরে পরে
কিছু যখন পারে না বুঝে উঠতে
আসলে তার পা দু'খানি
দেয়া ছিল ভেঙ্গে ।
পরে থেকে যখন আবার
এদিক ও দিক তাকায়
তার পাশে কাউকে না
সে দেখতে পায়
খানিক বাদে যখন আবার
চিল এসে নিয়ে যায়
জীবন ছাড়া পাখিটার
খালি দেহ পরে রয়
এটা ছিল পাখিটার
খাচার ভিতর বন্দি
জীবন বিনিময়


1 تعليقات

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق
أحدث أقدم