থ্যাংক্সস এ পিস কিপার


বাংলাদেশ জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনের মাধ্যমে
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় "থ্যাংকস
এ পিস কিপার"পুরস্কার পেল৷এ
জন্য বাংলাদেশ কে
অভিনন্দন৷এখন কথা হলো দেশের
মধ্যে অশান্তি থাকার পরও কেমনে
এই পুরস্কার পায়?এই পুরস্কারের
মাধ্যমে বর্তমান সরকার প্রশংসার
দাবিদার তেমনি এই পুরস্কার
বাংলাদেশের জন্য হুমকি
স্বরূপ৷



এটা যেমন সারা বিশ্বে
সুনাম কুড়িয়েছে তেমনি ধ্বংসও
ডেকে এনেছে৷দেশের মধ্যে এতো
অশান্তি বিরাজ করছে তার জন্য
শান্তি ফিরিয়ে আনতে পারছেনা
কিন্তু ঠিকই বিশ্ব শান্তি
প্রতিষ্ঠা করতে পারছে৷এত গুম
হত্যা নারায়নগঞ্জ ফেনির ঘটনার
পরও এই পুরস্কার পাওয়ার মানে
কি দাড়ায় ? এখন কি দেশের মধ্যে
অশান্তি বাড়বে না ? দেশ কি
ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে ?
না কি ধ্বংস অবধারিত ?


28 মে 2014, 10:38 AM-এ

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق (0)
أحدث أقدم