এই পৃথিবীতে আর কতো দিন


যখন থেকে বুঝতে শিখেছি , তখন
থেকেই এই দুনিয়ার নিয়ম নীতি
সম্পর্কে অনেক ধারনা হয়েছে !
মানুষের মাঝে এখন নূন্যতম
মানবতা নাই ৷এখন কার মানুষের
মাঝে মূল্যবোধের বড় অভাব ! সব
সময় সব ক্ষেত্রে এখনো চলছে
দূর্বলের উপর সবলের সীমাহীন
নির্যাতন ৷ বর্তমান যুগে মানুষের
এই সব কর্মকান্ড দেখতে দেখতে
জীবনটা দূর্বিসহ হয়ে উঠছে
৷মানুষের প্রতি মানুষের
আবহেলা,অবঙ্গা,অসহযোগিতা
দেখতে দেখতে আজ
ক্লান্ত৷মানুষের এ সব কর্মকান্ড
কিছুতেই আর সহ্য হয় না৷আর উপায়ও
নাই,কথায় আছে না যার সাধ
আছে তার সাদ্ধ নাই৷তাই মাঝে
মধ্যে মনে হয় আত্বহত্যা করি !

মানুষের উপকারে যদি আসতে না
পারি তবে এ জীবনের কোন
দরকার আছে কি ? তবে তখনেই
মনে হয় আত্বহত্যা তো মহাপাপ!
আর এটা করা মানেই তো হেরে
যাওয়া৷আমি হারতে চাই না সব
সময় জিততে চাই ও না!চাই মনের
একটু শান্তি!আমি বিশ্বাস করি
আমি আজ যা করতে পারছি না,তা
আজ না হয় কাজ আমি নয় তো অন্য
কেউ এক দিন না একদিন অবশ্যই
করে দেখাবে৷সেই আশায় আছি
থাকবো৷মনে হয় সেই দিন আর
বেশী দূরে নয় অতি নিকটে৷আমরা
অনেকে এই মানসিকতার আছি
আসুন সবাই এক হই৷আমা আমাদের
সমাজ টাকে একটু বদলাতে চেষ্টা
করি৷মনে রাখবেন দশে মিলে করি
কাজ হারি জিতি নাহি লাজ



27 মে 2014, 01:23 AM-এ

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق (0)
أحدث أقدم