তুলনা



পূর্ব গগণে সূর্য উঠে
চাঁদ উঠে কোন দিকে
এই দুনিয়ায় কেন এলাম
যাব আবার কি নিয়ে?
দুনিয়াবি চিন্তাকরে
হলাম অপরাধী।
সূর্যের আলোয় আলোকিত
চাঁদের কিন্তু আলো নাই।
তবুও কেন আমরা,
চাঁদকে সালাম দেই!
সূ্র্য আমাদের আলো দেয়
দিনকে করে আলোময়
এর তুলনায় চাঁদও কিন্তু কম না যায়
রাতের আধারে জোস্না দেয়
অন্ধকারে পথ দেখায়
সূর্য যখন অস্থযায়
চাঁদ তখন উদয় হয়।
চাঁদের আলো কিন্তু আমাদের
সঠিক পথের শিক্ষা দেয়
উল্টা কথা বল্লে আবার
সেটা ভূল প্রমানীত হয়।
আসলে তুলনা করে কোন লাভ নাই
তুলনা করা বাদ দিন
তাঁদের কথা ছেড়ে দিন
সবাই মিলে যোগ দিন
সঠিক কাজের শিক্ষা নিন
উত্তম ধর্মের দিক্ষা নিন।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق (0)
أحدث أقدم