বাংলা ভাষা

বাংলা আমার মুখের ভাষা
          মধুর ভাষা ভাই।
কে বলে মাধুর্য নাই
সে এ দেশের মানুষ নয়।
মায়ের মুখের প্রথম শেখা বুলি
সে এই বাংলা ভাষার অক্ষর গুলি।
মধুর আমার মায়ের হাসিঁ
             মধুর তার ভাষা
শান্তিতে প্রকাশ করি
মনের যত ভাব-ভরসা
ভাষার জন্য যুদ্ধ করা আমরা এক জাতি
তবু কেন এই ভাষাকে অবঙ্গা করি? 
বাংলায় হাসিঁ খিলি, বাংলায় গান গাই
তবু কেন তার প্রতি
       মনের টান নাই? 

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق (0)
أحدث أقدم