কতগুলো না

আমাদের জীবনে চলার পথে মুখোমুখি হতে হয় নানান সমস্যার। কিছু সমস্যার সমাধান করতে বা সমস্যায় না পড়তে দরকার ছোট্ট একটি শব্দ বলার। শব্দটি হলো ‘না’। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এই একটি শব্দ সঠিক জায়গায় ব্যবহার করলে আপনার জীবন হবে সুখ ও সাফল্যময়! এমনই কিছু ‘না’ এর ব্যবহার নিয়েই আজকের লেখাটা।
।মূর্খ লোকের সাথে   তর্ক করবেন
না , এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে।
 
। অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে, আপনি একদম ভাববেন না , মনে রাখবেন সমালোচনা করা সহজ, কিন্তু আলোচনায় আসা খুব কঠিন।
। প্রশংসা পেয়ে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন।
। পৃথিবীতে কেউ বিজি না , আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে।
। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।
। চাকরি পেতে হবে এই ভাবনা নিয়ে পড়াশোনা করবেন না , চাকরি দিতে পারবেন সেই ভাবে নিজেকে তৈরি করুন।
। সুযোগের জন্য অপেক্ষা করবেন
না , সুযোগ তৈরি করে নিন, স্বার্থ বিনে কেউ সুযোগ দিবে না
। সবাই সফল হবেন না , এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।
। নারাজ মুডে থাকবেন না , হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।
১০। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।
১১। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না , এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না , কারন, তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে।
১২। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।
১৩। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই। ধাপে ধাপে এগোন।
১৪। কিছুতেই আশাহত হবেন না
মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়।
১৫। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না , কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না ।
১৬। নিজেকে ছোট করে দেখবেন
না , সৃষ্টিকর্তা আপনাকে নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করেছেন, আপনিই সেরা ও ইউনিক সেই উদ্দেশ্য সফল করার জন্য, কাজেই নিজের সেই উদ্দেশ্যটা খুঁজে বের করুন।
১৭। পরিবর্তনের বিরোধিতা করবেন না, পৃথিবীতে সব সময় পরিবর্তন আসবেই, নিজেকে পরিবর্তিত করে নিন।
১৮। সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না , বরং, নিজের কান বন্ধ রাখুন। গোপনে কাজ করুন, আপনার সফলতাই সকলের কানে আওয়াজ হিসেবে পৌঁছে যাবে।
১৯। কারও উপর এতটাই নির্ভরশীল হবেন না যাতে করে সে যখন আপনার দিকে ফিরে তাকাবে না বা আপনার সাথে কথা বলবে না, তখন যেন আপনি নিঃস্ব অনুভব না করেন।
২০। হাল ছেড়ে দেবেন না , লেগে থাকুন, কাজ করুন, কাজে দিবে।
২১। অজুহাত দেবেন না , দুই হাতে কাজ করলে তৃতীয় এই হাত এমনিতেই অকেজো হয়ে যাবে।
২২। মানুষকে তার পরীক্ষার ফল, টাকা দিয়ে বিচার করবেন না , বিচার করুন তার আচরণ ও কাজ দিয়ে।
২৩। সফলতা ও সুখ এক নয়, সকল সুখী লোকই সফল, কিন্তু সকল সফল লোক সুখী না। সফল হবার চেয়ে সুখী হবার প্রতি বেশি জোর দিন।
২৪। তরুণদের উপেক্ষা করবেন না , অভিজ্ঞতা ও উদ্যমকে এক সাথে নিয়ে পথ চলুন।
২৫। নিজের উপর বিশ্বাস হারাবেন না, মানুষ ও অমানুষ দুটোই দেখতে কিন্তু ঠিক একই রকম।
২৬। দায়িত্ব কখনো এড়িয়ে চলবেন না , সফল লোকেরা সকলেই দায়িত্ব সচেতন।
২৭। নিজের সাময়িক লাভের আশায় কারও মনে দুঃখ দেবেন না
২৮। শত্রুকে কখনোই দুর্বল ভাববেন না , শত্রুর ভুল গুলো ধরিয়ে দিবেন না , শত্রুকে ভুল করতে দিন।
২৯। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, সেটা হবে ব্যর্থতার একটি বড় কারণ।
৩০। নিজে প্রতিশোধ নিতে যাবেন না, তৃতীয় পক্ষকে নিযুক্ত করুন।
৩১। জ্যেষ্ঠ হলেই শ্রেষ্ঠ হয় না , সকলকে প্রাপ্য সম্মান দিন। বয়স কখনও বুদ্ধি ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি না
৩২। শুধু টাকার জন্য চাকরি করবেন
না , কাজকে ভালোবাসুন, কোম্পানিকে নয়।
৩৩। নিজের কোম্পানিতে বন্ধু বা আত্মীয়কে চাকরি দেবেন না , বন্ধু সমমর্যাদা আশা করে, অধীনস্ততা নয়। আত্মীয় স্বজনদের কখনো নিজের কোম্পানিতে কাজ দিবেন না
৩৪। আবেগের বশে কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না , যা পালন করতে পারবেন না
৩৫। নিজেকে গুটিয়ে রাখবেন না, মানুষের সাথে মিশুন, পরিচিত হউন। দুই জন লোকের মধ্যে যে আগে পরিচিত হতে চায় সে কম অহংকারী।
৩৬। অসুখী হবেন না , কারণ, আজ যা আছে আপনার তা নিয়ে আপনি যদি সুখী হতে না পারেন, তাহলে কাল যা পাবেন, তা নিয়েও আপনি সুখী হতে পারবেন না
৩৭। ওভার স্মার্ট হবেন না , অজ্ঞদের চোখে পড়ে যাবেন। স্মার্ট ও কর্মঠ হন, বিজ্ঞদের চোখে পড়বেন।
৩৮। অভদ্র লোকের আচরণে কষ্ট পাবেন না , মনে রাখবেন, ১০০ লোকের মধ্যে একজন ভদ্র লোক পাবেন, কিন্তু ৯৯টা অভদ্র লোক না দেখলে আপনি ভদ্র লোকটিকে চিনতে পারবেন না
৩৯। অতীতের ভুলের জন্য আফসোস করবেন না, বরং সেগুলো শুধরে নিয়ে এগিয়ে যান।
৪০। “ না ” শুনে কষ্ট পাবেন না, মনে রাখবেন, NO মানে Next Opportunity, সেটা যে আপনাকে নো বলেছে তার নয়, আপনার।
৪১। সফল হলে খুব আনন্দিত বা গর্বিত হবেন না , ব্যর্থ হলে খুব বেশি বিচলিত হবেন না । প্রতিনিয়ত নিজেকে উন্নততর স্তরে নিয়ে যেতে কাজ চালিয়ে যান।
৪২। সবাইকে ভালবাসুন কিন্তু কারও ওপর নির্ভর করবেন না
৪৩। সব জায়গায় মাথা গরম করবেন
না , মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন।
৪৪। অন্যায় দেখে চুপ করে থাকবেন না , মনে রাখবেন, খারাপ লোকের খারাপ কাজের জন্য দুনিয়ায় যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় ভালো লোকদের চুপ করে থাকার জন্য।
৪৫। টেনশান করবেন না , টেনশান করলে যদি কোন সমস্যার সমাধান হয়েই যেতো তাহলে আমরা সবাই শুধু টেনশানই করতাম।
৪৬। অপরকে শিখাতে কখনো কুণ্ঠিত হবেন না । সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শেয়ার করুন নলেজ, শেয়ারিং ইজ কেয়ারিং।
৪৭। সুস্থ সামর্থ্য লোকেদের কাজ করে দিবেন না , বরং কাজ করার
কৌশল শিখিয়ে দিন, তাদের নিজেদের কাজ নিজেদেরই করতে দিন।
৪৮। কারো সাথে নোংরা প্রতিযোগিতা করবেন না , মনে রাখবেন, প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতার ভিত্তিতেই আসলে বেশি দূর এগোনো সম্ভব।
৪৯। আশা দিয়ে কারো মন ভাঙ্গবেন না , এটা মসজিদ ভাঙ্গার মতোই অন্যায়।
৫০। “লেখাটি কিছুতেই শেয়ার করবেন না” এরকম কাজ ভুলেও করবেন না

2 تعليقات

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق
أحدث أقدم