মন্র

থাকবো না আর পিছনে পরে
সামনে এগিয়ে চল।
আসে আসুক ঝড় ঝট্টা
মাথা তুলে দাড়াব
পিছনে ফিরে দেখবনা আর
সামনে এগিয়ে যাব।
যতই থাকুক পিছু টান
ফিরে আসবো না কো
সামনে আছে অনেক বাধা
তাতো আমার নয় অ-জানা
তবুও এগিয়ে যেতে নেই তো কোন মানা।
বাধাকে সব তুচ্ছ ভেবে
দেব পথ পারি।
বাধা যদি না থাকে তবে,
কেন এগিয়ে যাবে
এক পা এগিয়ে গেলে
পরবে তা পিছিয়ে
বাধা যদি না থাকে তবে
কেমনে সফল হবে?
সফল যদি হতে চাও
সামনে এগিয়ে যাও
সামনের বাধা আপন করে নাও
সামনে আসার এটাই তো মন্র।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন