কয়েক বছর আগে থেকে দেখে আসছি বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারিদের সর্বস্য লুটিয়ে নিচ্ছে কিছু মানুষ। এরকম অহড়হ খবর দেখেছি। খবরে সম্ভবত এটাও দেখেছি, দেশের জন্য যে নারি নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে অথবা তার কিছুই করে নি, সেই নারিও মুক্তিযোদ্ধার সনদ নিতে গিয়ে ধর্ষণ হয়েছেন। এটাকে আমি ধর্ষণ বলিনা! সেটাকে আমি কি বলবো তা এখনো ঠিক করতে পারিনি।
খরবে এটাও দেখেছি, নারিরা যে আশায় তার ইজ্জত দিল, সেটা পুরোন না হওয়ায় সে ধর্ষণের মামলা করে। আর এর উপর ভিত্তি করেই খবর প্রকাশিত হয়। তার মনে এটাই দাড়ায় যদি সেই নারির আশা পুরোণ হতো তাহলে সে এই মামলা করতো না! সেটাতো খবর দেখেই বুঝাযায়।
এর জন্য ঠিক কাকে দায়ি করা যায়? আমাদের পুরুষ সমাজের, মিডিয়ার নাকি এর জন্য নারিরা নিজেই দায়ি। আমি কিন্তু এরকম ধর্ষণের জন্য নারিদেরকেই দায়ি করি। কারন তারা লোভে পরে ধর্ষিত হয়। নিজের হিন স্বার্থ চিরতার্থ করার জন্য সবচেয়ে মূল্যবান ও গর্বের নিজের সম্ভ্রম বিলিয়ে দিতে দ্বিধা করে না।
নারিরা যদি নিজের সম্ভ্রমের বিনিময়ে তাদের হিন স্বার্থ হাসিল করে, তাহলে সে আর ধর্ষণের স্বিকার হয়না। তখন সে সতি নারিতে পরিনত হয়। কিন্তু স্বার্থ হাসিল না হলে সে হয় একজন ধর্ষিতা নারি! আর সেই পুরুষটা হয় নরপিশাচ!
এথেকে বুঝা যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারিদের সম্ভ্রম হাতিয়ে নেয়া বৈধ! যদি যেই প্রলোভন দেখিয়ে সম্ভ্রম নেয়া হয়েছে সে টা পুরন হয়। আর এই বৈধতা নারীরা নিজেই দিয়েছে!
ikrupam.blogspot.com
উত্তরমুছুন