প্রস্তুত থাক


মায়ানমারের সাথে ভ্রুমজাল
কাটছেই না !এই ভ্রুমজাল কাটটে
না কাটটে আবার ভারতীয়
সীমান্তরক্ষি বিএসএফ এর হাতে
ঝিনাইদহে রিপন নামে একজন
নিহত হয়েছে৷এই দুই নিয়েই
বাংলাদেশে এখন থম থমে অবস্তা
বিরাজ করছে৷আগে থেকেই
মিয়ানমান তাদের সীমান্তে টহল
জোরদার করেছে৷শুনলাম বার্মা
নাকি আবার বাংলাদেশের সাথে
লড়ার জন্য প্রস্তুত হয়ে আছে ৷


 আজ

আবার শুনলাম তারা নাকি
সীমান্তে ও বঙ্কপোসাগরে
একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন
করেছে ? এই সব কিসের ইঙ্গিত
বহন করে ? সবাই অবশ্যই বুঝতেই
পারছে আর এক বার যুদ্ধের জন্য
মনে হয় লড়তে হবে৷ঠিক তাই ৷
আমাদের এই প্রিয় মাতৃভূমি
রক্ষা করার জন্য যদি আর এক বার
যুদ্ধ করতে হয়,তাহলে আমরাও
প্রস্তুত আছি,থাকবো ৷ সকলকে
আনুরোধ করছি যে কোন প্রতিকূল
অবস্তার মোকাবেলা করতে
হবে৷আসুন দলমত নির্বিষেশে
দেশের প্রয়জনে সবাই এক
হই৷বার্মার এই হুমকিতে দেশের
মধ্যে থাকা জঙ্গী গোষ্ঠি গুলো
আরও মাথাচারা দিয়ে উঠতে
পারে৷আসুন সবাই তাদের বিরুদ্ধে
রুখে দাড়াই ৷ যে কোন সময় আবার
যুদ্ধের ডাক আসতে পারে সবাই
প্রস্তুত থাকেন ৷


3 জুন 2014, :11 PM-এ

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন