বীরঙ্গনার তালিকায় খালেদা জিয়ার নাম!

২৭ জানুয়ারী ২০১৪


শুনলাম আবার নাকি বীরঙ্গনাদের
নাম সংশোধিত  আকারে প্রকাশ
করা হবে ৷ যদি এই রকম করা হয়
তাহলে আমার একটা দাবি আছে !
আর তা হল এবার বীরঙ্গনাদের
তালিকায় বেগম খালেদা জিয়ার
নাম দেখতে চাই !
তাও আবার প্রথম সারিতে !
কারন , প্রায় সবাই বলে বেগম
খালেদা জিয়া নাকি যুদ্ধের সময়
নয় মাসেই পাকিস্তানি সেনা
ক্যাম্পে আটকা ছিল ৷
সে সময় পাকিস্তানি সেনারা কি
করেছে তা আমাদের সবারই জানা৷ 

সেই হিসেবেই নিশ্চিত হয়ে
বলছি আবশ্যই তারা বেগম
খালেদা কেও ভাল রাখেনি ৷
তাহলে কেন তাকে বীরঙ্গনার
খেতাবে ভূষিত করা হবে না ?
এবার যদি তার নাম বীরঙ্গনার
তালিকায় না নেয়া হয় ,তাহলে  মানুষ
বুঝবে এই সব কিছুই
আওয়ামীলীগের দখলে আর তারা
সব সময় মিথ্যা কথা বলে ৷
27 জানুয়ারি 2014, 08:35 PM-এ ·


মন্তব্যঃ

সমর্থন করা ভালো হলেও উগ্র
সমর্থক ও বাজে মন্তব্য গ্রহণযোগ্য
নয়... এটা নিচু মানের কাজ.,.
28 জানুয়ারি 2014


প্রতিমন্তব্যঃ

আসলে উচিত কথার ভাত কখনোই
থাকে না !
এখানে তো এক জনের সমর্থনে
লিখছি ! এখানে যদি আমি বাজে
মন্তব্য করি তাহলে সাধারণ মানুষ ,
সকল প্রকার মিডিয়া ,
মুক্তিযোদ্ধারা যে সব
সময় ৩০ লাখ ও মা-বোনের
সম্ভ্রম লুটিয়ে নেয়ার কথা বলে
তখন তাকে কি বলা যায় ৷ একজন
কে
নিয়ে যদি উগ্র ও বাজে হই তাহলে
এরা কি ?

1 মন্তব্যসমূহ

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন