ধর্ম

খুব ছোট থেকেই গর্ব করতাম মুসলমানের ঘরে জন্মনের জন্য। কারন ইসলাম হলো সর্ব সৃষ্ট ধর্ম। কিছুদিন আগেও করতাম! ফেসবুকে যেদিন অ্যাকাউন্ড খুলি সেদিনও গর্বটা অক্ষত ছিল। আমি নতুন ছিলাম তাই নিজের অ্যাকাউন্ড খুলতে পারিনাই। এক বন্ধুর মাধ্যমে অ্যাকাউন্ডটা খুলতে হয়েছে।এখনো মনেআছে নামটা অনেক বড় হচ্ছেদেখে বন্ধুটি বলেছিল Md টা বাদ দে! আমি তাকে বুঝালাম আমি মুসলমান,আমি যে ফেইসবুকে আসছি তা অনেক রড় ব্যাপার। আমি যে একজন মুসলমান তার চিহ্নকি এখানে থাকবেনা? আর কোন কথা না বলেই বন্ধুটি নামের আগে Md দিয়ে দিল। সেই থেকে শুরু আজ অবধি সেটাই আছে।
কিন্তুু কয়েক বছর আগেথেকে মুক্তচিন্তার মানুষ, ব্লগার,লেখক প্রকাশক এমনকি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খৃিস্টান ধর্ম জাজক সহো অনেকে খুনহতে হয়েছে ইসলাম অবমাননার দায়ে। যারা তাদের খুন করেছে তারও ইসলাম ধর্মের সংগঠন। তারা খুন করে প্রকাশ্য অনলাইনে উল্লাস করছে। এমন কি অনলাইনে বিবৃতি দিয়ে হত্যার দায় স্বিকার করছে! এভাবে একের পর এক হত্যা চলতেই আছে, আর আমাদের সরকার আইন শৃঙ্খলারক্ষাকারি বাহিনী প্রয়জনের তুলনায় কিছুই করতে পারেনি

إرسال تعليق (0)
أحدث أقدم