মানিয়ে নিতে হয়

আমি সবদিক থেকে একা হয়ে গেছি। একেবারেই একা। না আমি কারো খোঁজ নিচ্ছি, না কেউ আমার খোঁজ নিচ্ছে। যাদের ছাড়া এক সেকেন্ড চলতো না,তাদের সাথে আজ যে কতো বছর দেখাসাক্ষাৎ নাই সে হিসেব নাই। যে দেশ সমাজ এলাকার মানুষের চিন্তায় সবসময় বিভোর থেকেছি তারাও কেউ পাশে নেই। নিজের ভাই না থাকলেও যাকে ভাই বলে মেনে নিয়েছি সেও বারংবার প্রতারনা করেছে,তবুও তার কাছে নিজেকে সপে দিয়েছি। সবদিক দিয়েই যখন সর্বশান্ত নিঃস্ব তখন পরিবারেও শান্তি নেই। একটা তরতাজা মানুষ কিভাবে মুহূর্তের মধ্যে কাতর হয়ে যায় সেই অভিজ্ঞতা ভালোভাবেই জানা আছে। 

তারপর একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সবকিছু স্বাভাবিক লাগছে। বুক ভারী হয়ে থাকা, নিয়ম করে প্রতি ওয়াক্তে দীর্ঘশ্বাস ছাড়া, এসব আর হচ্ছে না। পরিচিত দের সাথে কথা বলছি, হাসছি।আমি এমন ভান করছি যে সব স্বাভাবিক হয়ে গেছে।আগের কোন কিছুই আর মনে নেই।মনে রখে
 আর কোন লাভেই নাই।শুধু দীর্ঘশ্বাস ছাড়া।
হ্যা সত্যিই স্বাভাবিক হয়ে গেছি কারণ মেনে নেয়া শিখে গেছি। সবসময় সবকিছু নিজের মন মত হবেনা মেনে নিয়েছি। একাকিত্ব কে আপন করে নিয়েছি। নিজের ভিতরে কি চলছে তা বাহিরের কাউকে বুঝতে দিচ্ছি না।বুঝে গেছি তারা জানলেও কিছু ত হবে না বরং আরো খোটা দিবে। জেনে গেছি- নিজের দুঃখ কষ্ট, ভালোমন্দ, একান্তই আমার নিজের।

সবকিছু একদিন ঠিক হোক বা না হোক, সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যায়। আমরা মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাই। জীবন সুন্দর।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

إرسال تعليق (0)
أحدث أقدم

 বিজ্ঞাপন 



https://rkmri.co/ST55TMpTEIM0/