মনটা নাচে খুশিতে দিয়ে।
মেঘের ডাকে হৃদয় দোলে,
মাটির সোঁদা গন্ধ ভোলে।
কদম ফুলের মিষ্টি ঘ্রাণ,
বৃষ্টিতে ভেজে শীতল প্রাণ।
কাগজের নৌকা ভেসে চলে,
বৃষ্টির ছন্দে মনটা বলে।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ,
বৃষ্টিতে নাচে রঙের ঢং।
শিশুর মুখে হাসির রেশ,
বৃষ্টিতে যেন সুখের দেশ।
কৃষকের মুখে তৃপ্ত হাসি,
বৃষ্টিতে ফসল ভালো বাসি।
প্রকৃতি যেন স্নান করে,
বৃষ্টির জলে মনটা ভরে।