খোকন সোনা খোকন সোনা
কোথায় তুমি যাও?
নদীর ধারে যেতে মানা,
এদিক ফিরে চাও।
আসবে নাকি এদিক ফিরে, মা কিন্তু বদরাগি।
খোকন সোনা খোকন সোনা
কি করতে যাও?
তারাতারি এদিক এসো,
মজা খেয়ে যাও
বাবা তোমার আসছে ফিরে,
আদর নিয়ে যাও।
পুকুর ঘাটে যেতে মানা,
যেও নাতো একলা।
চারদিকে করছে খেলা,
অথই জলের মেলা।
খোকন সোনা খোকন সোনা
এখন কিন্তু দুপুর বেলা,
বাইরে তবে যেতে মানা।
ট্যাগ
সাহিত্য