২০ অক্টবর ২০১৩
আজ বিএনপির বিক্ষোভ মিছিল,ঢাকা শহরে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ৷এই বিক্ষোভ মিছিল নিয়ে আগামী দিনগুলিতে বিএনপি নতুন নতুন কিছু ইস্যু তৌরি করতে পারে ৷নিচে কিছু উদাহরন দেয়া হল ,বিশৃঙ্খলাসৃষ্টি করে মানুষ মারা কাটাকাটি হানাহানি,নিজেরাই মারামারী করে তার দায় সরকারের উপর চাপিয়ে দিয়া ,জনগনকে সরকারের উপর ক্ষেপিয়ে তুলতে পারে ৷এমন কি তারা নিজেরাই নিজেদের লোককে হত্যা করতে পারে ৷অথবা পুলিশ ফাকা গুলি করলেও সেই ফাকা গুলিতে মানুষ না মরলেও সেই গুলিতে তাদের লোক মারা গেছে ?আবার তার দায় সরকারের উপরেই পরবে ৷এবং সরকার পতনের আন্দলন আরও জোর দার হবে ৷তারপর বিভিন্ন ব্যাবসায়ী ও সুশীলসমাজ ও সরকারকেই একক ভাবে দায়ী করবে ৷এভাবে দেশের বিভিন্ন সেক্টরের ক্ষতি হবে ,এতে দেশের প্রচুর ক্ষতি হবে,এর দায় ও সরকারকেই নিতে হবে ৷এবার দেশ ছেড়ে বিদেশের বিভিন্ন মহল থেকে চাপ আসবে............।
আজ বিএনপির বিক্ষোভ মিছিল,ঢাকা শহরে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ৷এই বিক্ষোভ মিছিল নিয়ে আগামী দিনগুলিতে বিএনপি নতুন নতুন কিছু ইস্যু তৌরি করতে পারে ৷নিচে কিছু উদাহরন দেয়া হল ,বিশৃঙ্খলাসৃষ্টি করে মানুষ মারা কাটাকাটি হানাহানি,নিজেরাই মারামারী করে তার দায় সরকারের উপর চাপিয়ে দিয়া ,জনগনকে সরকারের উপর ক্ষেপিয়ে তুলতে পারে ৷এমন কি তারা নিজেরাই নিজেদের লোককে হত্যা করতে পারে ৷অথবা পুলিশ ফাকা গুলি করলেও সেই ফাকা গুলিতে মানুষ না মরলেও সেই গুলিতে তাদের লোক মারা গেছে ?আবার তার দায় সরকারের উপরেই পরবে ৷এবং সরকার পতনের আন্দলন আরও জোর দার হবে ৷তারপর বিভিন্ন ব্যাবসায়ী ও সুশীলসমাজ ও সরকারকেই একক ভাবে দায়ী করবে ৷এভাবে দেশের বিভিন্ন সেক্টরের ক্ষতি হবে ,এতে দেশের প্রচুর ক্ষতি হবে,এর দায় ও সরকারকেই নিতে হবে ৷এবার দেশ ছেড়ে বিদেশের বিভিন্ন মহল থেকে চাপ আসবে............।
৩ নভেম্বর ২০১৩
আমাদের দেশের দুই নেত্রী আমাদের সাধারণ জনগনের সাথে কানা কুকুরের মত ব্যবহার করছে ! একটু ভাতের মার (ফেন)মাটিতে ফেলে দিছে আর আমরা ঐ ভাতের মারের জন্য এদিক ও দিক ছুটছি আর ছুটছি ৷ কারন আমরা জানি ১০০ জনের যায়গায় শুধু ৫ জন ঐ ভাতের মার পাবে ৷ আর যে আগে দৈড়ে আসতে পারবে সেই পাবে ঐ ভাতের মার ! সে জন্যে আমরা এদিক সেদিক ছুটছি ৷ আর আমরা কেউই কিন্তু জানিনা ঐ ভাতের মার বাসি !? ৷ কথায় আছে "কানা কুকুর ভাতের মারের পাগলা "।
★ এই লেখা দুটি উল্লেখ্যিত তারিখে ফেইসবুকে প্রকাশিত হয়।