প্রযুক্তির উন্নতিতে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।অতীতে এক স্থান থেকে আর এক স্থানে কথা বলাটা ছিল অলিক!ছোট থাকতে যখন অতিরিক্ত কথা বলতাম, তখন দাদারা বলতো এমন একটা সময় আসবে যখন কথা বলতে টাকা লাগবে।দাদাদের কাছে এটা ছিল ভবিষ্যৎ বানি। যখন একটু বড় হলাম দেখলাম, দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্তে এমন কি বিদেশেও কথা বলা যায়। তবে সে সুযোগ পেতে অনেক দূর দুরান্তে যেতে হতো।এর কয়েক বছর পরেই এলাকার এমনকি বাড়ীর কয়েকজনের হাতে মোবাইল চলে এসেছে।এখনো মনে পরে সেই সময় একটা মোবাইলের জন্য কতো কান্নাই না করেছিলাম।তবে কালের বিবর্তনে আমার হাতে এখন একাধিক স্মার্টফোন।তখন সাদা-কালো ডিসপ্লে আর কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন শুধু কথা বলা নয়।একটা ফোনে পৃথিবীর সব কাজেই করা যায়।
দেশে মোবাইল ব্যাবহারকারির সংখ্যা ১৯ কোটা ৩৬ লাখ।মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা কমলেও,দেশে ৭০ শতাংশ পরিবার স্মার্ট ফোন ব্যাবহার করে।এতো এতো মেবাইল ব্যবহারকারী হলেও পুরাতন মেবাইল ব্যবহারকারীর সংখ্যাও কম নয়।নিত্যনতুন চাহিদার ফলে পুরান ফোন ছেড়ে নতুন ফোন কিনছে।আর পুরাতন ফোনগুলো চলে যাচ্ছে দেশের প্রান্তিক মানুষ ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে।তবে সমস্যা হয়ে দাড়িয়েছে প্রযুক্তি উন্নতির ফলে অপরাধের ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।অনেক অপরাধী অপরাধ করে পালিয়ে বেরুচ্ছে নিরাপত্তার জন্যা নিজের ফোনটিও বেচে দিচ্ছে।এমন অনেক হয়েছে যে চোরাই মোবাইল কিনে সাধারন মানুষ অনেক হয়রানির শিকার হয়েছেন।পুরাতন মোবাইল কেনা তো আর বন্ধ করা যাবে না।তবে একটু সচেতন হলে অনেক হয়রানির হাত থকে বাচা যায়।যে সব মোবাইলের মামলা আছে সে সব মোবাইল না কেনাই ভালো।
পুরাতন ফোনের খোঁজে মামলা আছে কিনা দেখবেন যেভাবে:
প্রথমে ফোনের আইএমইআই নম্বরটি সংগ্রহ করতে হবে। মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য *#০৬# ডায়াল করলে এটি পাওয়া যাবে, অথবা ফোনের বক্স বা পিছনে একটি স্টিকারেও আইএমইআই নম্বর লেখা থাকে। তারপর ব্রাউজার ওপেন করে আইএমইআই.ইনফো (IMEI.info) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে চেক আইএমইআই (Check (IMEI) লেখা বক্সে আইএমইআই নম্বরটি দিয়ে সাবমিট করলে আপনার ফোনের সব তথ্য দেখতে পাবেন। এরপর স্ক্রল করে লস্ট ডিভাইস চেক (Lost Device Check) অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল করে চেক লস্ট/ স্টোলেন স্ট্যাটাস (Check lost?/ Stolen Status) অপশনে ক্লিক করলে ফোনের বিস্তারিত চলে আসবে। সেখানে ডিভাইস ইজ ক্লিন (Device is clean) লেখা অপশনে টিক চিহ্ন দেখতে পেলে বুঝবেন আপনার ফোনটি নিয়ে কোনো আইনি জটিলতা নেই।