ফেনী সীমান্তে বিদেশি নাগরিক আটক,কি সংকেত?

সকালেই কয়েকটি খবরে চোখ আটকে গেল।খুলনা রেঞ্জের ডিএইজির ইফতার মাহফিলে সারপ্রাইজ বক্স!যেখানে প্রয়োজনের অতিরিক্ত খাবার সারপ্রাইজ বক্সে অনুরোধ করা হয়।সে কৌশল কাজেও দেয়।সারপ্রাইজ বক্সে ১০০ জন শিশুর ধারার জমা হয়।যা ডিআইজি নিজে গাড়ীতে করে একটি এতিমখানায় পৌঁছে দেন, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।যা আবশ্যই প্রশংসার দাবি রাখে, এ অভিনব কার্যকর পদ্ধতিরজন্য রেজাউল হককে ধন্যবাদ দিতেই হবে।এটাই তার প্রথম অভিনব পদ্ধতি নয়, এর আগে খুলনায় যোগদানের পর কয়েকশ পুলিশ কর্মকর্তা ও কনস্টবলকে  করার জন্য প্রকাশ্য লটারির ব্যবস্থা করায় আলোচনায় আসেন।

 
যারা টিআইএন(TIN)  নাম্বার নিয়েছেন কিন্তু,রিটার্ন জমা দেননি,তাদের নোটিশ দেয়া শুরু করছে এনবিআর।যেখানে কর অব্যহতি না দেয়া কর হার বাড়ানোর তাগিতে দেয়া হয়।আয়করের সুবিধার সুফলের কথা তুলে ধরা হয়।


ঢাকার রাস্তায় পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপ বসানো হয়েছে।রিকশার গতি রোধ করায় এ ট্র্যাপ বসানো হয়েছে বলে প্রচারিত হলেও, এর উদ্দেশ্য রাজধানীরর বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা।এ ট্র্যাপার পেরিয়ে কোন রিকশা যেতে চাইলে লোহার খাজায় তার চাকা আটকে যাবে।

প্রকাশ্যে সেনাবাহিনী সম্পর্কে হাসনাত আব্দুল্লার বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে প্রচারিত সংবাদ  গুরুত্ববহন করে। 

সবচেয়ে যে খবরে চোখ আটকে যায় তা হলো,ফেনী সীমান্তে সোমালিয়ার নাগরিক আটক!ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময়, আবদেয়ালি মোহাম্মদ আলী নামের একজন সোমালীয় নাগরিককে আটক করে বিজিবি।সোমালীকে কে আমরা জলদস্যু দেশ হিসেবে জানি।সে দেশের নাগরিকের অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা আমাদের আতংকিত করে।কিছুদিন আগেও সোমালিয়ার আমাদের নাবিক সহ জাহাজ আটক করেছিল।কালবেলার ঐ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় ফেনীর পরশুরাম সিমান্তে, কিছুদিন আগে নাইজেরিয়ান নাগরিক,তারও কিছুদিন আগে সুদানের এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করে বিজিবি টহল দল।যেখানে এক ফেনী সীমান্তে এই অবস্থা,সেখানে দেশের অনান্য সীমান্তের বাস্তবচিত্র কি?সব ঘটনা সংবাদে স্থান পায় না,মাঝে মাঝে দেশের বিভিন্ন সীমান্তে এরকম দু একটি ঘটনা প্রকাশিত হলেও,অধিকাংশই অপ্রকাশিত থেকে যায়।

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

 বিজ্ঞাপন 



https://rkmri.co/ST55TMpTEIM0/