আমার কাছে এসব নগন্য।
যেই লাউ সেই কদু।
যার লাভ সে হাসে
যার লছ সে কাদে।
কিসের ৫ ই আগষ্ট
কিসের ১৬ ই ডিসেম্বর।
যার হয়, সেই হারায়
বাকি সব অগোন্য।
জীবন দেয় একজন
ফুলেউঠে অন্যকেউ।
আগে যারা বাতিল ছিলো
আগে যারা বাতিল ছিলো
এখন তারা কেন্দ্রস্থল।
আগে যারা ভরসা ছিলো
তারা এখন জঙ্গি।
কিসের মুজিব,কিসের জিয়া।
দেশটা হোক আমজনতার।
কিসের তারেক,কিসের জয়
যার ক্ষয়,তারেই ক্ষয়েই ক্ষয়।
পরিবর্তন শুধু তাদের হয়
যারাই খায়,তারাই খায়।
মজলুম যখন নেতা হয়
জুলুম আবার শুরু হয়।
কিসের দেশ কিসের স্বাধীনতা
মানুষ শুধু খাবার চায়।
পেটের মধ্যে লাত্থি দেয়া
স্বাধীনতার দরকার নাই।
এ স্বাধীনতা চাই না
যে স্বাধীনতার দাম নাই।