বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র সেটা আজ কারো অজানা নয়।কিন্তু কাদের জন্য বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র সেটা জানলেও আমরা বলতে চাই না।ভাসুরের নাম যেমন সবাই জানি কিন্তু মুখে বলতে চাই না ঠিক তেমনি অবস্থা আমাদের।আমরা শুধু কথায় কথায় সরকারের দোষ দেই,কিন্তু দোষটা যে আমাদের তা কিন্তু কেউ মানতে চাই না।যাক সেসব কথা,আজ যে কথা বলতে চাইছি সরাসরি সেটাই বলি,
গত কয়েকদিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এস এস সি ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে।এতে যারা কৃতকার্য হয়েছে,তাদের সবাইকে রুপমের ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজ তোমাদের লোমহর্ষক কিছু তথ্য দেব।
তোমরা যারা এবার পাস করেছো তারা সবাই কোন না কোন ভাল কলেজে ভর্তি হওয়ার প্রত্যাশা করছো।গত কয়েক বছরের ন্যায় এবারও অনলাইনে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ হবে।সে লক্ষ্যে ইতোমধ্যে অনলাইনের ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে।কিছু কলেজ তাদের অথর্ব শিক্ষকদের সাথে নিয়ে এই অনলাইন ভর্তি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
তাদের বিরুদ্ধে লোমহর্ষক অভিযোগ উঠেছে!ভর্তি-ইচ্ছুক কোমলমতি ছাত্র-ছাত্রীদের অনুমতি না নিয়েই তাদের রোল রেজিষ্ট্রেশন সংগ্রহ করে নিজেরাই,নিজেদের কলেজের নাম দিয়ে অনলাইনে ভর্তি আবেদন সম্পুর্ণ করছে।যা একটি দন্ডনীয় অপরাধ।আর এদিকে ছাত্র-ছাত্রীরা কোনভাবেই সেটা জানতে পারে না।তারা নিজেরা আবেদন করতে গিয়ে আবেদন করতে পারেনা।ভর্তির ফলাফল প্রকাশ হওয়ার পর তাদের আর কিছু করার থাকে না।অনিচ্ছা শর্তেও সেই কলেজেই ভর্তি হতে বাধ্য হয়।ভালো কলেজে পড়ার ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও,সে সব কলেজে পড়তে না পারার কারণে,অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়াশুনায় ছেড়ে দেয়।
গ্রামাঞ্চলের কিছু নতুন এমপিওভুক্ত ও নন এমপিও কলেজগুলোই সাধারণত এই অন্যায় মূলক অপরাধ মুলক কাজগুলো করছে।শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর,আজ সেই শিক্ষকরাই হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীর জীবন ধ্বংস করছে।আমরা এই গুরুতর অন্যায়গুলো ঘুনাক্ষরে টের পাচ্ছি না।না বুঝেও আমরা এই অন্যায় গুলোকে প্রশ্রয় দিয়েই যাচ্ছি।
যারা এখনো আবেদন করনি তারা দ্রুত আবেদন করে নাও।আর যারা আবেদন করতে পাচ্ছো না তারা দ্রুত নিজ নিজ স্কুলে যোগাযোগ করো অথবা অনলাইনে আবেদনকৃত কপিটি ডাউনলোড করে নাও এবং দেখো প্রথম আবেদনকৃত কলেজটির নাম কি,ওই কলেজের কর্তৃপক্ষের সাথেই যোগাযোগ কর এবং জোরালো কন্ঠে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো।
আমিও একজন ভুক্তভোগী,তাই এই বার্তাটি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম।