প্রধানমন্ত্রীর কাছে ইতালি প্রবাসীদের আকুল আবেদন

এক ইতালি প্রবাসীর ফেসবুক স্টেটাস হুবাহুব তুলে ধরা হল। 
♦ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন!!
---------------------------------------------
------------------------------
আমরা প্রবাসী বাংলাদেশীরা ইউরোপের বিভিন্ন দেশ গুলোতে যারা বসবাস করছি্ , বিশেষ করে ইতালিতে! আমাদের খুব কঠিন সময় অপেক্ষা করছে আগামিতে!
ঢাকার গুলশানে ঘটে যাওয়া জঙ্গি হামলায় অমুসলিমদের হত্যা করে মুসলিম জাতিকে করেছে কলঙ্কিত।বাংলাদেশী জাতি হিসেবে আমাদের করেছে অপরাধী।
আল্লাহু আকবর ধ্বনি তোলে হত্যা কান্ড ঘটিয়ে ইসলাম ধর্ম কে করেছে অপমান।পবিত্র কোরআন শরীফকে করেছে অমুসলিমদের কাছে প্রশ্নবিদ্ধ।


প্রতিনিয়ত ইতালিয়ানদের সাথে মুখোমুখি হতে হয়! তাদের প্রশ্নের জবাব দিতে পারিনা।
কে ঠিক? ঐ জঙ্গি! যে কোরআনের কথা বলে নিরপরাধ মানুষ হত্যা করে!
নাকি আমি ঠিক! যখন বলি ইসলাম শান্তির ধর্ম!
পবিত্র কোরআনের নির্দেশ মানুষ হত্যা মহাপাপ।
জঙ্গিদদের কথা বিশ্বাস করবে নাকি আমাদের কথা?
জঙ্গীরা শিক্ষিত নামি দামি উচ্চবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
হাজার ও রক্ত চক্ষুদ্বয়ের প্রশ্নাঘাতে কাতর হতে হয়।
মাথা উঁচু করে তাকাতে পারি না।
তাই আপনার প্রতি বিনীত অনুরোধ,ইতালিয়ান সরকারের প্রতি সৌজন্যতা এবং প্রত্যেকটি প্রচার মাধ্যমে আপনার একটি বক্তব্য আশা করছি কোরআনের আলোকে যে, এই সব হত্যা কান্ড ইসলাম পরিপন্থী! কোরআনের কোন স্হানে উল্লেখ্য নেই অমুসলিমদের হত্যা করা। এরা পথ ভ্রষ্ট, কোরআন ও ইসলামের শত্রু ""!!

বিশিষ্ট আলেমের দ্বারা কোরআন শরীফের তাৎপর্য ব্যাখা করা অতি জরুরী।।
তা না হলে হয়ত..
ইউরোপের মাটিতে আমাদের আবাস্হল হবে কন্টকাকীর্ণ!!

উল্লখ্য, গত ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলায় ৯ জন ইতাল নাগরিক সন্ত্রাসীদের হাতে নিহত হয়।

ফেসবুক স্টেটাসটি এখানে পাবেন  
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন