মোদীর ভাবনার বাস্তবতা

"মোদী হইলেও লাভ না হইলেও"


আগামীকাল বন্ধু রাষ্ট্রো ভারতের
নির্বাচনের ফলাফল৷শুনা যাচ্ছে এবার
ভারতের প্রধানমন্রী হচ্ছেন
নরেন্দ্র মোদী৷যদিও মোদী
বিভিন্ন নির্বাচনী প্রচারনায় আলোচিত
সমালোচিত হয়েছে৷
এবার যদি মোদী হয় তাহলে,ভরতে
কংগ্রেস শাসনের অবসান হবে৷এতে
করে দেশে একটা অন্যরকম পরিস্তিতি
বিরাজ করবে৷বৈদেশীক সম্পর্ক কিছুটা
হলেও অবনতি হবে৷বানিজ্য ঘাতটি
হবে৷বৈদেশীক আয় কমে
যাবে৷এতে বাংলাদেশের কিছুটা হলেও
বানিজ্য প্রসার ঘটবে৷ভারত-বাংলাদেশ
সম্পর্কের চরম অবনতি হবে
৷সীমান্ত দেশগুলী বিজেপিকে দুই
চোক্ষে দেখতে পারে না,তাহলে
আনুমান করুন কি পরিস্তি হতে পারে৷তখন
বি জি বি ও শক্তি পাবে সীমান্ত রক্ষায়
ভারতের মানুষও বি জি বি র হতে
মরবে৷মোদী মুসলমানদের সহ্য
করতে পারেনা৷তাহলে কি হতে
পারে৷আর মোদী কথামত যদি
বাংলাদেশীদের দেশে পাঠিয়ে
দেয় তাহলে আমাদের ক্ষতি তো
হবেই উপরন্ত কিছু অন্তনিহিত উপকারও
হবে৷মোদীর সাথে
আওয়ামীলীগের দূরত্ব বাড়বে আর
বি এন পি র সাথে সম্পর্ক গড়ে
উঠবে৷এতে বাংলাদেশের
রাজনীতিতে পরিবর্তন হবে
আর যদি হয়ে থাকে তাহলে মনেহয়
মোদীর কথামত ৭ দিনের বেশী
থাকতে পারবে না৷
আর যদি না হয় তা হলেতো কোন
কথাই নাই৷ সব আগের মতো ঠিক ঠাক
থাকবে আর চলবেও৷


15 মে 2014, 09:02 AM


"মোদীর ভাবনার বাস্তবতা"


প্রতিবেশী দেশ ভারতের চলতি নির্বাচনে,বাংলাদের অনেকে বিভিন্ন মত প্রকাশ করছে৷আমিও কিছু বলতে চাই৷ভারতের নির্বাচনে একটি রাজনৈতিক দল বিজিপি,সে দেশে অবস্তিত বাংলাদেশীদের নিয়ে খুব বাড়াবাড়ী করছে৷আমি অবশ্য মোদীর এই ভাবনাকে স্বাগতো জানাই!যদিও আমি কংগ্রেসকে সমর্থন করি৷মনে করেন আপনার এলাকায় অন্য একটি এলাকার মানুষ এসে আপনার ঐ এলাকায় মাত্তাবাড়ি করলে আপনার কেমন লাগবে?অবশ্যই তাকে আপনি এলাকা ছাড়া করতে উঠে পরে লাগবেন৷মোদী তেমনটিই করছে৷আপনার তো এলাকা আর ওদেরটা একটা দেশ৷কেন দিবে বলেন তো?মায়ানমারে যখন সংঘর্স চলছিল তখন কি বাংলাদেশ রহীঙ্গাদের এদেশে ঢৃকতে দিছে?
তাহলে ভারত কেন বাংলাদেশীদের থাকতে দিবে ?বাংলাদেশীরা তার উপর আছে অবৈধ ভাবে৷বাংলাদেশীরা তাদের দেশে অবৈধ ভাবে বসবাস করলে তাদের মনেহয় কোন ক্ষতি হয় না৷যেখানে রহিঙ্গারা বাংলাদেশে ঢুলেই আমাদের অনেক ক্ষতিহয়৷আসলে মোদীর ঐ কথায় বাংলাদেশের ক্ষতি হলেও তাদের লাভ৷তারা কেন আমাদের উপকার করবে? আপনিকি চাইবেন আপনার নাক কেটে পরের যাত্রা শূভ করতে?তা হলে ভারত চাইবে কেন?মোদী তাদের ভালোর জন্যই এমনটি বলেছে আমার মনেহয় করলেও দোষের কিছু হবে না৷তারা কেন আমাদের দেশের চিন্তা করবে ?


9 মে 2014, 01:30 PM-এ ·

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন