স্বপ্ন ভঙ্গ

★ একটি কবিতা 

মাঝে মাঝে ঘুম ভেঙ্গে

বসে পরি বিছানায়
এই বুঝি যুদ্ধ হল আমার আঙ্গিনায়

হাত বারিয়ে দেখি যখন
পাশে আমার কেউ নাই

বুঝতে আর হয়না বাকি
এটা ছিল স্বপ্নময় ।

খানিক বাদে যখন আবার
ঘুমিয়ে পরি অজানায়

বুকটা আমার ফেটে পরে
স্বপ্ন ভঙ্গের বেদনায়

আবার যখন ঘুম ভাঙ্গে
নিশী যেন ভোর না হয়

আবার উঠে বসে পরি

কোন অ-জানার অপেক্ষায়

আপনার মূল্যবান মতামত প্রদান করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন