মিজানুর থেকে শিক্ষা নিতে হবে


মিয়ারমার সিমান্তরক্ষির হাতে
বাংলাদেশী সিমান্তরক্ষি
নিহত৷সত্যি গা শিউরে ওঠার মতো
ঘটনা৷বলতে পারেন এটা কিসের
ইঙ্গিত৷মিজানুর হত্যা কান্ড
থেকে আমাদের অনেক কিছু
শেখার আছে৷আমাদের বুঝতে হবে
বিজিপি আমাদের বিজিবি
থেকে আসলেই সামরিক দিক
দিয়ে আনেক উন্নত!তা না হলে
কেন তাদের হাতে মরবে?তারা
কেন কোন সংকেত না দিয়ে এই
হামলা করল?আমাদের বুঝতে
হবে,ভারত যখন বার বার আমাদের
মানুষ মারছে তার পরও আমরা
উপযুক্ত প্রতিবাদ করিনি,


এই
কর্মকান্ডের ফলে মিয়ানমার
আমাদের সীমান্তরক্ষিকে হত্যা
করার সাহস পেয়েছে!বলছি না যে
মিজানুর এমনি এমনি মরছে?সে
অবশ্যই বীরের মত যুদ্ধ করেই
মরেছে৷সে একজন বীর
সৈনিক৷আমাদের বুঝতে হবে
মিয়ানমার এত সাহস কোথায়
পেল?মিজানুরকে হত্যা
করলো,লাশ ফিরত দিতে টাল
বাহানা করে শনিবার লাশ ফিরত
দিল কিন্তু তার সাথে থাকা
অস্ত্র ফেরত দেয়নি উল্টো
সীমান্তে তারা সেনা সমাবেশ
ঘটাচ্ছে!বুঝতে হবে এটা কোন
অসনি সংকেত!
আজ প্রতিবেশী মিয়ানমার এই
কাজ করলো৷সে দিন হয়তো আর
বেশি দূরে নয় যেদিন প্রতিবেশী
দেশ নয় বরং যে কোন দেশ যে
কোন দিন এরকম হামলা করতে
পারে৷তাই সময় থাকতে সাধন হতে
হবে ৷
1 জুন 2014, 05:12 PM-এ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন