আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে


তিস্তার পানি নিয়ে সর্ব প্রথম
কথা বলেছে বাম রাজনৈতিক দল ৷
এজন্য বাম দল গুলোকে আমার ভাল
লাগে ৷ এদিকে আবার বিএনপি
তিস্তার ন্যায্য দাবির জন্য লং
মার্চ করছে ৷ সরকারি দল এখানে
বাধসাজলো ৷ একজন মন্রী এই
লংমার্চকে " গাড়ী মার্চ " বলে
অভিহত করলো ! অবশ্য তার যুক্তিও
ঠিক ৷ বিএনপি ক্ষমতায় থাকতে
তিস্তার ব্যাপারে কথা বলেন নি ,
এখন তাদের মুখে একথা মানায় না

মূল্যায়নঃ

আগে যাই হোক এই লংমার্চ তো
দেশের মানুষের ভালোর জন্য করা
হচ্ছে ৷ আমার মনেহয় দেশের
মানুষের কথা ভেবে তাদের
বিরোধিতা না করা৷সব কিছুকে
রাজনৈতিক ভাবে না দেখা ৷এই
লংমার্চে অবশ্য বিএনপিরও
রাজনৈতিক উদ্দেশ্য আছে ৷আর
মিডিয়া যে কি করে ? এরা যে
(আ'লীগ,বিএনপি না কোন
রাজনৈতিক দল,না দেশ ,না
দেশের মানুষ)কার স্বার্থে কাজ
করে তার কিছুই বুঝা যায় না৷
আমিও কিন্তু আওয়ামীলীগের অন্ধ
সমর্থক !তবে অন্যায়ের পক্ষে নই৷
কয়েক দিন আগে বিবিসিতে এক
ছাত্রদল ভাই বলছে ,সে নিজে
নিজে দলথেকে বহিরস্কার
হয়েছে!তির কারণ হলো উপজেলা
নির্বাচনে বিএনপি সহিংসতা ও
কারচুপির অভিযোগ
করছিল৷ভাইয়ের এটা মনে
হয়নি,তার মনেহয়েছে এবারের
নির্বাচন গত কয়েকবারের চেয়ে
অনেক অনেক সুষ্ঠু হয়েছে

23 এপ্রিল 2014, 04:32 PM

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন