খালেদা জিয়ার প্রথম ভাষণ

দেশে এখন চলছে অ-ঘোষীত হরতাল ৷ এরই নাম বাংলাদেশের রাজনীতি ৷ কেউ কেউ এটাকা আবার বলছে সরকারী হরতাল ৷ তবে এই হরতালের ঘোষণা সরকার দেয়নি ৷ তবে সরকারের ইশারায় এই হরতাল হচ্ছে ৷
জয় বাংলা , বাংলাদেশ জিন্দাবাদ


আজকেই সর্বপ্রথম বেগম জিয়ার ভাষণ শুনলাম ! তাও আবার মনোযোগ সহকারে ! ওনার সব কথায় আমার খুব ভাল লাগল ৷
এই রূপদেখেই মনে হয় আহমেদ সূমপফি তেতুল তর্থ্য আবিস্কার করে ইনডায়রেক্ট ভাবে খালেদা জিয়াকে টিজ করেছিল ৷ "প্রয়জনেই আবিস্কারের জনক"
বিষেশ করে বিভিন্ন কারনে মহাজোট জালিম সরকারের বিরুদ্ধে বলা কথাগুলো ৷ আরও ভাল লেগেছে পতাকা মিছিলের মতো শান্তিপ্রিয় মানুষের গনতান্ত্রীক আন্দলনের কথাগুলো ৷ আর গনতন্ত্র রক্ষা কমিটি কথা ঘোষণা করায় অনেক ভাললেগেছে ৷ এ ছাড়াও তিনি বর্তমান বাংলাদেশের সংকট নিয়ে অনেক কার্যকারি কথা বলেছেন ৷ এসব কারনে বেগম জিয়াকে আমার পক্ষথেকে অনেক ধন্যবাদ ৷ আর একটা বিষয় ভাল লেগেছে তা হল , বেগম জিয়ার "সাজুগুজু"৷ আমার মনে হয় তিনি গত কয়েক দিন আজকের এই সংবাদ সম্মেলনের জন্য পার্লর থেকে এক মিনিটের জন্য বাহির হননি ৷ দেখে মনে হয় যেন ১৮ বছরের কচি বুড়ী একটা মে ৷ থুক্কু কচি মেয়ে আবার বুড়ী হয় ৷

★লেখাটি ২৪ ডিসেম্বর ২০১৩ সালে ফেসবুকে পোষ্ট করাহয়। 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন